ইন্টারনেট অফার
বায়োস্কোপ ডাটা অফার

বায়োস্কোপ ডাটা অফার

পরিমাণ : ৫ জিবি | মেয়াদ : ৩০ দিন | কার্যকর : প্রিপেইড,পোস্টপেইড

৳   ৫২

শর্তাবলী:

  •  ৫২ টাকায় ৫ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং ডাটা  মেয়াদ ৩০দিন (সকল শুল্ক, কর ও সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত)
  • পরবর্তী ঘোষনা না আসা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে
  • বায়স্কোপ স্ট্রিমিং ইন্টারনেট ভলিউম শুধুমাত্র  বাইওস্কোপে বিভিন্ন কনটেন্ট  স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা  যাবে । বাইওস্কোপে লগ ইন এবং বায়োসকোপ ব্রাউজিং এর জন্য  রেগুলার  ইন্টারনেট ভলিউম থাকতে হবে।

  • গ্রাহক এই প্যাকটি একবার কিনে ৩০ দিনের জন্য বায়োসকোপ প্রিমিয়াম সামগ্রী ব্যবহার করতে পারবেন ।

  • সকল গ্রামীণফোন গ্রাহকের জন্য এই অফার প্রযোজ্য 
  • কোন স্বয়ংক্রিয় নবায়নের ফিচার নেই
  • প্রতিবার ইন্টারনেট প্যাক শেষ (মেয়াদ/ভলিউম) হবার পর সর্বোচ্চ PayGo রেট ৬.০৮৭৫ টাকা (VAT,SD,SC অন্তর্ভুক্ত)

  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *১২১*১*৪# ডায়াল করুন
  • ইন্টারনেট অফার বাতিল করতে *১২১*৩০৪১# ডায়াল করুন
  • এই অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
  • ইন্টারনেট প্যাকের সব ধরনের শর্তাবলী  এখানেও প্রযোজ্য হবে

Zee5 পাস:

  • Zee5 পাস-এর মেয়াদ ও প্রধান প্যাকের মেয়াদ একই
  • Zee5 পাস দিয়ে প্রিমিয়াম Zee5 কনটেন্ট স্ট্রিম করা যাবে সাথে অন্যান্য ফ্রি ভিডিও দেখা যাবে শুধুমাত্র MyGP App থেকে
  • পরবর্তী নোটিশ পর্যন্ত এই পাসটি শুধুমাত্র MyGP App থেকে Zee5 দেখার জন্যে ব্যবহার করা যাবে, সরাসরি Zee5 App থেকে কনটেন্ট দেখার জন্যে ব্যবহার করা যাবে না
  • Zee5 কর্তৃক বানানো এবং/অথবা বাজারজাতকৃত এবং/অথবা প্রদর্শিত কনটেন্ট এর কোনোরকম আইনানুগ দায়ভার গ্রামীণফোন বহন করবে না
  • কনটেন্ট এর দায়ভার সম্পূর্ণভাবে পার্টনারের উপর। গ্রামীণফোন শুধুমাত্র ডাটা কানেকশন এবং কনটেন্ট দেখার সুবিধা নিশ্চিত করবে
  • Zee5 এর ভিডিও স্ট্রিম করার জন্যে ডাটা খরচ হবে। ফ্রি পাস দিয়ে শুধুমাত্র এক্সক্লুসিভ কন্টেট দেখা যাবে।

ইন্টারনেট  ব্যবহারের পূর্বে নিশ্চিত করুন

ইন্টারনেট প্যাক ব্যবহার করার পূর্বে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন

১। মোবাইল হ্যান্ডসেটটি একবার অফ করে অন করুন।
২। ব্যবহৃত ব্রাউসার থেকে কুকিজ মুছে দিন ।
৩। মোবাইল হ্যান্ডসেটটির সেটিং অপশন থেকে ডেটা ক্যাপিং এর লিমিটটি আনচেকড/ আনলিমিটেড করে দিন।
৪। প্রয়োজনবোধে, আপনার মোবাইল হ্যান্ডসেটটি কনফিগার করে নিন।  কনফিগারেশন পেতে *১২১*৩# ডায়াল করে মেন্যু থেকে হ্যান্ডসেট সেটিংস অপশনটি নির্বাচন করুন & রিপ্লায় এস.এম.এস এর নির্দেশনা অনুসরণ করুন।  

৫। ডুয়াল সিম ব্যবহারের ক্ষেত্রে বর্তমান সিমটি স্লট ১ এ রাখুন