ইন্টারনেট অফার
ইমার্জেন্সি ব্যালেন্স

ইমার্জেন্সি ব্যালেন্স

পরিমাণ : ৩০ এমবি | মেয়াদ : ৩ দিন | কার্যকর : প্রিপেইড

শর্তাবলী:

  • ১০ টাকায় ৩০ এমবি ইমার্জেন্সি ডাটা লোন ৩ দিন মেয়াদে (সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ সহ)
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট অফারটি চলবে
  • অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্যে প্রযোজ্য
  • কেবলমাত্র গ্রাহকের মূল অ্যাকাউন্টের ব্যালেন্স ৫ টাকার কম হলে এবং ইন্টারনেট ব্যালেন্স ৫ এমবির কম থাকলেই অফারটি গ্রহণ করতে পারবে
  • অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
  • রিচার্জের ক্ষেত্রে, ভয়েস ইমার্জেন্সি ব্যালেন্স প্রাধান্য পাবে। দুইটি ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে, আগের দুই ইমার্জেন্সি ব্যালেন্স কেটে নেওয়ার পর গ্রাহক তার অনুরোধকৃত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবে
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *১২১*১*৪# এ ডায়াল করুন
  • এই অফারে গ্রাহক পাবেন ১০ টাকায় ৩০ এমবি ডাটা লোন ৩ দিনের মেয়াদসহ
  • পরবর্তী রিচার্জে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১০ টাকা কেটে নেওয়া হবে
  • প্রতিবার ইন্টারনেট প্যাক শেষ (মেয়াদ/ভলিউম) হবার পর সর্বোচ্চ PayGo রেট ৬.০৮৭৫ টাকা (VAT,SD,SC অন্তর্ভুক্ত)
  • ইন্টারনেট প্যাকেজ বাতিল করতে ডায়াল করুন *১২১*৩০৪১#
  • এই প্যাক অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
  • ইন্টারনেট ব্যবহারের অন্যান্য সকল শর্তাবলী এখানে প্রযোজ্য হবে

ইন্টারনেট  ব্যবহারের পূর্বে নিশ্চিত করুন:

ইন্টারনেট প্যাক ব্যবহার করার পূর্বে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন

১। মোবাইল হ্যান্ডসেটটি একবার অফ করে অন করুন।
২। ব্যবহৃত ব্রাউসার থেকে কুকিজ মুছে দিন ।
৩। মোবাইল হ্যান্ডসেটটির সেটিং অপশন থেকে ডেটা ক্যাপিং এর লিমিটটি আনচেকড/ আনলিমিটেড করে দিন।
৪। প্রয়োজনবোধে, আপনার মোবাইল হ্যান্ডসেটটি কনফিগার করে নিন।  কনফিগারেশন পেতে *১২১*৩# ডায়াল করে মেন্যু থেকে হ্যান্ডসেট সেটিংস অপশনটি নির্বাচন করুন & রিপ্লায় এস.এম.এস এর নির্দেশনা অনুসরণ করুন।  

৫। ডুয়াল সিম ব্যবহারের ক্ষেত্রে বর্তমান সিমটি স্লট ১ এ রাখুন